লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২২ শে মার্চ–সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর পৌর সভা নির্বাচনে মোট দশটি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডে বিজেপি দলের প্রার্থী জয়ী হয়েছেন, স্বাভাবিকভাবেই বিজেপি দলের বোর্ড যে গঠন হবে তা নিশ্চিত। এদিকে নূতন চেয়ারম্যান কে হতে চলেছেন তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।এখন পর্যন্ত যে খবর প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিজেপি দলের কমিশনার গুঞ্জন কর এগিয়ে আছেন। সূত্র মতে গুঞ্জন কর লক্ষ্মীপুর বিজেপি মন্ডল কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বিগত বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী কৌশিক রাই মহাশয়ের ভোট প্রচারে সদর্থক ভূমিকা পালন করেছিলেন ফলে বিধায়ক কৌশিক রাই মহাশয়ের কাছের মানুষ বললে অত্যুক্তি হবে না।তাই বিধায়ক কৌশিক রাই মহাশয়ের সুদৃষ্টি তাঁর উপর যে বর্ষিত হবে তা নিশ্চিত।
এই বিষয়ে বরাক নিউজ এক্সপ্রেসের তরফে গুঞ্জন বাবু কে প্রশ্ন করলে তিনি বলেন দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত,দল যদি তাঁকে উপযুক্ত মনে করে তাহলে দায়িত্ব পালন করতে তিনি রাজি আছেন।