নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি ২৪শে মার্চ — কেন্দ্রীয় ভূতল পরিবহন বিভাগের মন্ত্রী মাননীয় নীতিন গাড়কারি দুদিন পূর্বে রাষ্ট্রীয় রাজপথে থাকা টোল গেইট নিয়ে এক ঘোষণায় বলেছেন এখন থেকে টোল গেইট এলাকার ১০কিলোমিটার ব্যাপী অঞ্চলের স্থানীয় বাসিন্দারা নিজস্ব কাজে ব্যবহার করা গাড়ীর কোনো ধরনের ফি দিতে হবে না।এই সুবিধা নিতে তাদের আধার কার্ড দিয়ে নির্দিষ্ট প্র পত্রে আবেদন করতে হবে। এই সুবিধা শুধুমাত্র পরিবারের প্রধান ব্যক্তি কে প্রদান করা হবে। এই সিদ্ধান্ত চাউর হতেই স্থানীয় বাসিন্দারা খুশি ব্যক্ত করেন।
মাননীয় ভূতল পরিবহন মন্ত্রী আরও জানান একটি টোল গেইট থেকে আরেকটি টোল গেইটের দুরত্ব ৬০কিলোমিটার হতে হবে।