DIGITAL

June 7, 2023

APTCE 18538973148

মৃত ব্যক্তির নামে বিদেশি নোটিশ, জোরদার আলোচনা শুরু হয়েছে

গুয়াহাটি থেকে বিকাশ দাস ২৭শে মার্চ—– সমগ্র ভারতের মধ্যে একমাত্র আসাম রাজ্যে এই সমস্যা বিরাজমান হয়ে আছে বিগত তিন দশক ধরে।কি সেই সমস্যা? এটা নিয়ে ভারতের অন্যান্য রাজ্যের মানুষ ওয়াকিবহাল নন বলে জানা গেছে। প্রায় সময় ভারতের বিভিন্ন মন্ত্রী আমলা গন বলেন ডি ভোটার,ডি নোটিশ কি?  কিন্তু দুঃখের বিষয় এই ডি ভোটার হিসেবে চিহ্নিত করার অধিকার কোথা থেকে পেলো ভারতের নির্বাচন কমিশন ? প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই ডি ভোটার নোটিশ পেয়ে কতো মানুষের প্রাণ গেছে তার জন্য দায়ী কে?

আজ এমন একটি আজব তথ্য সংবাদ মাধ্যমে এসেছে যা অবাক করার মতো ঘটনা বলে মনে হচ্ছে। সূত্র মতে জানা গেছে আসাম রাজ্যের উদাল গুড়ি জেলার জনৈক জগন্নাথ দে নামের লোকটির ৫ বছর পূর্বে মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর পর ও তার নামে বিদেশি নোটিশ পাঠানো হয়েছে। এই বিদেশি নোটিশ পাঠানোর বিষয়টি চাউর হতেই সর্বত্র জোরদার চর্চা শুরু হয়েছে। এখানে উল্লেখ্য যে সরকার বলছে বিদেশি নোটিশ জারি করা বন্ধ হয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক তার বিপরীত। এই বিদেশি নোটিশ পাঠানো নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খেদ প্রকাশ করেছে।