DIGITAL

September 25, 2023

APTCE 18538973148

সর্ব ভারতীয় শ্রমিক সংগঠনের বন্ধ কাছাড় জেলায় ব্যাপক সাড়া মিলেছে

শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন ২৯ শে মার্চ—- সর্ব ভারতীয় শ্রমিক সংগঠনের আহূত দুই দিনের বন্ধ কাছাড় জেলায় সর্বাত্মক সফল হয়েছে বলে জানা গেছে।আজ দ্বিতীয় দিনের বন্ধ কাছাড় জেলায় ব্যাপক সাড়া ফেলেছে।আজ শ্রমিক সংগঠনের যুব সংগঠনের সদস্যরা বন্ধ কে সর্বাত্মক করে তুলতে মাঠে নেমেছিলেন। হলো ও তাই ব্যানার নিয়ে তারা সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেন।

আজকের এই প্রতিবাদী অবস্থানে টি,ইউ,সি,সি এর তরফে উপস্থিত ছিলেন মিহির নন্দী,রাজু দেব নাথ, প্রবীর পাল, বুদ্ধ নাথ, অজিত দাস,হারাধন দত্ত, ধ্রুবেন্দু দাস প্রমুখ।