DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

এক দেশ এক ভাষা, উত্তর পূর্ব রাজ্য গুলিতে দশম শ্রেণী পর্যন্ত হিন্দি ভাষা বাধ্যতামূলক করার নির্দেশ

বিশেষ প্রতিবেদন ১২ ই এপ্রিল শিলচর—– সব যখন এক দেশ এক আইন হতে চলেছে তখন ভাষা বাদ যাবে কেন । ইতিমধ্যেই এক দেশ এক কর,এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা হয়ে গেছে ঠিক সেই সময় কেন্দ্র সরকার এক দেশ এক ভাষার ও প্রচলন করতে কার্যসুচী হাতে নিয়েছে। সেই অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্ব রাজ্য গুলিতে দশম শ্রেণী পর্যন্ত হিন্দি ভাষা কে বাধ্যতামূলক করার নির্দেশ প্রদান করেছেন।

ইতিমধ্যে উত্তর পূর্ব রাজ্য গুলির মূখ্যমন্ত্রী দের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। আমাদের আসাম রাজ্যে ও এই নির্দেশ পাঠানো হয়েছে।এখন পর্যন্ত এই নির্দেশ নিয়ে কোনো ধরনের আপত্তি ভেসে ওঠে নি, বরং সবাই এই হিন্দি ভাষা কে স্বাগত জানিয়েছেন। এখানে উল্লেখ্য যে আঞ্চলিক ভাষা কে বহাল রেখে এই হিন্দি ভাষা কে বাধ্যতামূলক করা হলে আখেরে লাভবান হবে আসামের বেকার যুবক যুবতী গন। কেন্দ্র সরকার এই হিন্দি ভাষা কে বাধ্যতামূলক করার জন্য আনুমানিক ২২ হাজার হিন্দি শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।