DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

গরীব কল্যান যোজনা নিয়ে আলোচনা সভা – বিন্নাকানদি মন্ডল বিজেপি কমিটির

লক্ষ্মীপুর পুর থেকে অসীম রায় ১৩ ই এপ্রিল— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যান মূলক যোজনার মধ্যে গরীব কল্যান অন্ন যোজনা  অন্যতম যোজনা বলে পরিলক্ষিত হয়েছে।আজ লক্ষ্মীপুর মহকুমার বিন্নাকানদি ঘাট গঙ্গাদয়াল দীক্ষিত স্মৃতি ভবনে বিন্নাকানদি মন্ডল বিজেপি কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই সভায় প্রধানমন্ত্রী অন্ন যোজনার হিতাধিকারী দের উপস্থিতিতে এই যোজনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত হিতাধিকারী গন ও তাদের মতামত তুলে ধরেন।

আজকের এই সভায় পৌরহিত্য করেন বিন্নাকানদি মন্ডল বিজেপি কমিটির সহ সভাপতি শ্রীমতী রীনা রবিদাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি কমিটির সদস্য হেমাঙ্গ শেখর দাস, জেলা বিজেপি কমিটির সম্পাদক অনুপ কুমার রায়, বিন্নাকানদি মন্ডল বিজেপি কমিটির সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন বরুন সিংহ,হেলেন বাবু সিংহ, সুবোধ কর্মকার,সবিতা দাস, রুকশানা বেগম চৌধুরী, গন্ধ রাজ বাউরী প্রমূখ।