বিশেষ প্রতিবেদন ১৯ শে এপ্রিল শিলচর—– বর্তমান আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সময়ে বরাক উপত্যকায় এই ধরনের সুলভমূল্যের থালির সম্ভার সাজিয়ে হোটেল খোলা এক ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করছেন সচেতন মহল।গত ১৫ ই এপ্রিল শিলচরের নামকরা , ইলোরা হোটেল প্রাঙ্গণে জনতা কেবিন নামের হোটেল যাত্রা শুরু করেছে, নামকরণ যথার্থ হয়েছে বলে জানিয়েছেন একাংশ সমাজ সেবী।
সাধারণ মানুষের সামর্থের মধ্যে উদ্যোগী গন আহারের যে তালিকা তৈরি করেছেন তা নিয়ে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও দিন হাজিরা শ্রমিকরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।আজ এই প্রতিবেদক জনতার নামে জনতা কেবিনে উপস্থিত হলে কতৃপক্ষের তৈরি আহার তালিকা দেখে চমকে উঠেন,এতো সস্তা দরে কি ভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন বললে পরিচালক মশাই বললেন আমরা সস্তা দরে বিক্রি করে খদ্দের দের সংখ্যা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছি অর্থাৎ যতো বেশি বিক্রি হবে ততই লাভ হবে তখন সস্তাটা পুষিয়ে যাবে।
উদ্যোগী দের প্রয়াস বেশ পাকা পোক্ত বলে মনে হলো, বেশি দর খদ্দের কম, সস্তা দর খদ্দের বেশি । তাদের এই জনতা কেবিনে মোটামুটি ভালো খদ্দের আসছেন, রুচিসম্মত খাদ্য সামগ্রী পরিবেশন করা হচ্ছে ,থালি হিসেবে দর বেঁধে দেওয়া হয়েছে,যেমন নিরামিষ থালি ৪০ টাকা,ডিম থালি ৪৫ টাকা,মাছ থালি ৫০ টাকা পনীর থালি ৫৫ টাকা, চিকেন থালি ৬০ টাকা পাটার মাংস থালি ১০০ টাকা , স্বাভাবিকভাবেই এই জনতা কেবিন সম্পর্কে সাধারন মানুষ অবগত হলে অতি কম সময়ে বরাক উপত্যকায় এই সস্তা দরের হোটেল জনপ্রিয় হয়ে উঠবে বলে জোরদার চর্চা শুরু হয়েছে।