DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

বিন্নাকানদি বিজেপি মন্ডল কমিটির পোষন অভিযান

লক্ষ্মীপুর থেকে অসীম রায়,২০ শে এপ্রিল—- গতকাল  লক্ষ্মীপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির বিন্নাকানদি মন্ডল কমিটির উদ্যোগে এক পোষন অভিযান অনুষ্ঠিত হয়। এই পোষন অভিযানের কার্য্যসুচীর অঙ্গ হিসেবে বিন্নাকানদি মন্ডল এলাকার প্রত্যেক অঙ্গন বাড়ী ও আশা কর্মীদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

তারপর মন্ডল কমিটির সদস্য গন বেশ কিছু অঙ্গন বাড়ী কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্র গুলির পরিকাঠামো এবং শিশুদের খাবার সামগ্রী বিষয়ে খোঁজখবর সংগ্রহ করেন,এই অভিযানে বেশ কয়েকটি কেন্দ্রে বিরাট অসঙ্গতি লক্ষ্য করা গেছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় কতৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে বলে এক সূত্রে জানা গেছে।

আজকের এই অভিযানে ভারতীয় জনতা পার্টির বিন্নাকানদি মন্ডল বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণিমা পান্ডে সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।