লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২২ শে এপ্রিল— বিন্নাকানদি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে থাকা দুইটি অঙ্গন বাড়ী কেন্দ্রের কর্মী ও সহায়িকা পদে দরখাস্ত আহবান করা হয়েছে। প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ৭৮ নং টুপিধর কেন্দ্রের কর্মী পদ খালি থাকার জন্য এই পদে কর্মী নিয়োগ করা হবে এই পদ তফশীল উপজাতি দের জন্য সংরক্ষিত এবং ১০৯ নং আনোয়ার পার দ্বিতীয় খণ্ড কেন্দ্রের সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে।
এই দুই কেন্দ্রের কর্মী ও সহায়িকা পদে আগামী ১১ ই মে সকাল ১১টা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে দরখাস্ত জমা দিতে পারবেন, বিস্তারিত জানতে এই প্রকল্পের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৯ শে মে।