নিজস্ব সংবাদদাতা কাঠি গড়া ২৫ শে এপ্রিল—– গতকাল রাতের প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে পশ্চিম শিলচর এলাকার গণির গ্রাম ও বুড়িবাইল এলাকার বিস্তির্ণ অঞ্চল। প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে মূহুর্তের মধ্যে মানুষের বাড়িঘর তছনছ করে দেয়। সংবাদে প্রকাশ এই ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে গণির গ্রাম বাজার সংলগ্ন বুড়িবাইল ২ য় খণ্ডে এই এলাকার জনাকয়েক বাসিন্দা জনৈক মৃত ব্যক্তি কে শেষ বারের মত দেখে বাড়ী ফেরার পথে আচমকা এক বিশাল আকারের গাছ তাদের মারুতি কারে ভেঙে পড়ে।
বিশাল আকারের এই গাছ পড়ার পর মারুতি কারের ভিতরে থাকা আরোহী গন মারাত্মক ভাবে আহত হন, তাদের মধ্যে দূজনের ঘাড় বেঁকিয়ে গেছে,এই খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আহত আরোহী দের সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এখানে উল্লেখ্য যে প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে গাড়ী চালাতে নেই, এমনিতেই গ্রাম এলাকার রাস্তার পাশে বাঁশ ও গাছের উপস্থিতি টের পাওয়া যায়,তা উপেক্ষা করে গাড়ী চালোনোর ফলে এই দূর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।