নিজস্ব সংবাদদাতা বিহাড়া ২৮ শে এপ্রিল —– দীর্ঘদিন বিহাড়া বাজার এলাকায় চোরের দৌরাত্ম্য টের পাওয়া না গেলেও এই এক পক্ষ কালে আবারও চোরের দল সক্রিয় হয়েছে বলে জানা গেছে।গত ২৪ শে এপ্রিল স্থানীয় মধূ দেব নাথের বাড়ী থেকে মোট ১৩ বান্ডিল রড চোরের দল হাতিয়ে নেয়,ঠিক তার তিন দিন পর বিহাড়া শিব টিলার নির্মীয়মান হাসপাতাল থেকে আরো ও ৩ বান্ডিল রড এই চোরের দল হাতিয়ে নেয়।
পরপর এই চুরি কান্ড সংঘটিত হ ওয়ার পর স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, এই চুরি কান্ড নিয়ে স্থানীয় সচেতন মহল সরব হন এবং বিহাড়া পুলিশের দ্বারস্থ হন।বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবর্ণ দাস বিচক্ষণতার সঙ্গে এই চুরি কান্ড নিয়ে বিভিন্ন সুত্র কে কাজে লাগান। অবশেষে সাফল্য মিলেছে,গত দুই দিনের তল্লাসী চালিয়ে পুলিশ ও স্থানীয় সমাজ সেবী দের তৎপরতায় এই এলাকার বেশ কিছু জলাশয় থেকে চুরি যাওয়া রড উদ্ধার করা হয়।
এই চুরি যাওয়া রড উদ্ধারের খবর চাউর হতেই সর্বত্র বিহাড়া পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা,তারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবর্ণ দাস ও অন্যান্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান।