বিশেষ প্রতিবেদন ৩রা মে শিলচর— ঈদ উল ফিতর- রোজা ভাঙ্গার আনন্দ, উৎসব- দীর্ঘ এক মাস রোজা রেখে আজকের এই দিনে রোজা ভাঙ্গার বা খোলার আনন্দ পেতে ইসলাম ধর্মে ঈদ উল ফিতরের ব্যবস্থা করা হয়েছে আর এটাই বংশ পরম্পরায় বিশ্বাসী ইসলাম ধর্মীয় মানুষ পালন করে আসছেন।
আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমগ্র বিশ্বে ইসলাম ধর্মীয় মানুষ উৎফুল্লিত হয়ে রোজা ভাঙ্গার খেলার আনন্দে মেতে উঠেছেন।বাদ যায়নি আমাদের বরাক উপত্যকা। গতকাল থেকেই প্রতিটি মসজিদে আলোক সজ্জা সহ পতাকা টাঙিয়ে রোজা ভাঙ্গার আনন্দ কে স্বাগত জানিয়েছেন ইসলাম ধর্মীয় মানুষ। গতকাল থেকেই প্রতিটি মসজিদ ও ঈদগাঁ কে সূন্দর ভাবে সাজানো হয়েছে যাতে করে আনন্দের মাত্রা বেড়ে যায়।
আজকের এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরাক নিউজ এক্সপ্রেসের তরফে সকল ইসলাম ধর্মীয় মানুষ কে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে ।