নিজস্ব সংবাদদাতা রংপুর ৩রা মে—– সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে টি ,ইউ,সি,সি এবং বরাক ভেলী অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ১লা মে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকাল ৮ ঘটিকায় মে দিবসের পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এই দুই সংগঠনের নেতারা।সভায় এই মহান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পদাধিকারী গন।
আজকের এই মহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড মিহির নন্দী, অজিত দাস,রাজু দেব নাথ, ধর্মেন্দ্র দাস, নীলকান্ত দাস, সঞ্জীব দাস,রুমা দেব নাথ,সুমিতা দাস,অলক দাস, আব্দুল জব্বার ও রাইবুল লস্কর প্রমূখ।