নিজস্ব সংবাদদাতা শিলচর ১১ ই মে—- প্রস্তাবিত গ্রীণ ফিল্ড এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা কে বানচাল করতে এক চক্র সক্রিয় হয়ে উঠেছে, আজকের ডলু বাগান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাছাড় জেলা প্রশাসন ডলু বাগান এলাকা ও মহাসড়কের পার্শ্ব বর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।এক আদেশে বলা হয়েছে ঘোষিত এলাকায় আগ্নেয়াস্ত্র,লাঠি দা সহ কোন ধরনের ধারালো অস্ত্র নিয়ে চলাচল কেউই করতে পারবে না,এই আদেশে আরও বলা হয়েছে বড়খলা থানার অনুমতি ব্যতীত কোন ধরনের সভা সমাবেশ মিছিল করা যাবেনা।