DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

ফূলেরতল আশাপলী ইংলিশ স্কুলে দূর্যোগ মোকাবিলা বিভাগের প্রদর্শনী অনুষ্ঠান

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১১ ই মে—- প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্যোগে আজ ফূলেরতল আশাপলী ইংলিশ মিডিয়াম স্কুলে এক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত হয়।এই প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষক ও শিক্ষিকা গন,দমকল বাহিনীর কর্মীরা,সহ পুলিশ, স্বাস্থ্য ও জনসংযোগ বিভাগের কর্মীরা। আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মহকুমার মহকুমা প্রশাসক সূদীপ নাথ, বিচার বিভাগীয় আধিকারিক জয়া খৃষ্টানিয়া, সার্কেল অফিসার জনাথন ভাইপে সহ লক্ষ্মীপুর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে ফিরুজ খান।

আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে প্রজেক্টের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক দুর্যোগের সময় জনগন কে রক্ষা করা যায় তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।যেমন সড়ক দুর্ঘটনার কবলে পড়লে কিভাবে জনগন কে রক্ষা করতে হয়, আগুন লাগলে এবং ভূমি কম্পের  হাত থেকে রক্ষা পেতে কিভাবে মোকাবিলা করতে হবে তা তুলে ধরা হয়। আগামী ১৩ই মে এই স্কুলের ছাত্র ছাত্রী দের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হবে। আজকের এই প্রদর্শনী অনুষ্ঠান পরিচালনা করেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিভাগের জাতীয় আলোচক  পি ,মালাকার এবং বক্তব্য রাখেন মহকুমা প্রশাসক সুদীপ নাথ।