DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

মরন ফাঁদে পরিণত হয়েছে শিলচরের সদর ঘাট সেতু,যে কোনো সময়ে ঘটতে পারে দূর্ঘটনা- অভিমত

নিজস্ব সংবাদদাতা শিলচর ১৬ ই মে—- শিলচরের ব্যস্ততম সদর ঘাট সেতু ইদানিং বেহাল রূপ ধারণ করেছে। সংস্কারের অভাবে আজকের এই পরিস্থিতি হয়েছে বলে পথ চলতি স্থানীয় সুনাগরিক গন জানিয়েছেন। নূতন সেতু উদ্বোধন করার পর পূরাতন এই সেতুর উপর পূর্ত বিভাগ হাল ছেড়ে দিয়েছে ফলে দিনের পর দিন শুধু ভাঙছে আর ভাঙছে, প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ী চলছে,পায়ে হেঁটে চলাচল দুস্কর হয়ে গেছে।

এই কদিনের ধারাসার বর্ষনের ফলে বরাক নদীর জল বেড়ে গেছে এমতাবস্থায় যে কোনো সময় এই সেতুর উপর বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে আগামী ৩১ শে মে বরাক উপত্যকায় ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকের আগে পূর্ত বিভাগ নিশ্চয় কিছু হলে ও সংস্কার করবে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।না হলে বড় ধরনের দুর্ঘটনা যে ঘটবে তা সেতুটির চেহারা বলছে।