নিজস্ব সংবাদদাতা ১৯ শে মে শিলচর—- বিগত দিনের সকল রেকর্ড ভেঙে সমগ্র বরাক উপত্যকা জলের তলায় চলে গেছে,এমন কোনো নদী নেই যে জল স্ফিতি হয় নি, ফলে বরাক,জাঠিঙ্গা,জিরি তিথি,মধূরা সহ বরাক উপত্যকার সব কটি নদীর জল বেড়ে নীচু এলাকা প্লাবিত করেছে।মোট পাঁচটি রাজস্ব চক্র এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহন করেছেন। বড়খলা ও কাঠিগড়া এলাকার বিস্তির্ণ অঞ্চল জলের তলায় চলে গেছে ফলে এই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকালের প্রবল বর্ষনের ফলে সদর শিলচরের সাথে অবশিষ্ট একমাত্র পশ্চিম শিলচর এলাকার সংযোগকারী সড়ক শিলচর কালাইন সড়কের একাংশ জলমগ্ন হয়ে গেছে,যেসব এলাকা জলমগ্ন হয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো এই সড়কের ইএনডি বাঁধ বলে এক জায়গা ও জাঠিঙঘা মূখ পেট্রোল পাম্প সংলগ্ন অংশ।আজ এই প্রতিবেদক এই সব এলাকায় পৌঁছালে দেখতে পান প্রবল বেগে ধেয়ে আসা বন্যার জল উপচে পড়ছে এই এলাকায়। যদি ও বড় গাড়ী চলছে না তথাপি বাইক কার অটো প্রাণের ঝুঁকি নিয়ে চলছে, স্থানীয় বাসিন্দারা জানান যে ভাবে ছোট ছোট যানবাহন চলাচল করছে কখন যে দূর্ঘটনার সূত্রপাত হবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে এই সড়কের জলা গ্রাম ও তিন ঘরি এলাকায় সড়কের উপরে যে ভাবে মানুষ ও গবাদি পশুদের আস্তানা গড়ে তোলা হয়েছে তাতে অনেকেই ভাবছেন দ্রুতগামী গাড়ি যে কোনো সময় দূর্ঘটনা সংঘটিত করতে পারে তাই প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্টরা।