DIGITAL

March 25, 2023

APTCE 18538973148

বন্যার্ত দের খোঁজ নিতে জেলা শাসকের ভূমিকা প্রশংসনীয়, সন্তুষ্টি প্রকাশ করেছেন বন্যার্ত গন

বিশেষ প্রতিবেদন ২১ শে মে শিলচর—- কাছাড় জেলার মোট পাঁচটি রাজস্ব চক্র এলাকার বিস্তির্ণ অঞ্চল জলের তলায় চলে গেছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ত্রান শিবিরে আশ্রয় গ্রহন করেছেন। ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহন করা মানুষের খাদ্য সামগ্রী সহ পানীয় জলের ব্যবস্থা করতে কাছাড়ের জেলা শাসক কীর্তি জলি দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনো গাড়ীতে করে কখনো কখনো নৌকায় চড়ে ত্রাণ শিবিরে ছুটে যাচ্ছেন, আশ্রয় শিবিরে থাকা মানুষের বিভিন্ন সমস্যার খোঁজ নিয়ে তার সমাধান করতে দেখা যাচ্ছে। এখানে উল্লেখ্য যে  পূর্বে কোনো জেলা শাসক এই ধরনের পদক্ষেপ নিতে পরিলক্ষিত হয় নি।

এই প্রতিবেদক বিভিন্ন ত্রান শিবিরে গেলে বন্যার্ত গন জেলা শাসকের সময়োপযোগী পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।তারা বলেন পূর্বের তুলনায় এবারের ত্রাণ সামগ্রী বিতরণ স্বচ্ছ ভাবে হচ্ছে।