লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২৭ শে মে—– গতকাল লক্ষ্মীপুর বরাক বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সন্মেলনের আঞ্চলিক কমিটি কবি নজরুল ইসলামের জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন লক্ষ্মীপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের কমিশনার শম্পা দাস, এরপর একে একে বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দান করেন যথাক্রমে শম্পা দাস, অজন্তা দেব,বরাক বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সন্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির উপদেষ্টা ত্রিদিবেশ দাস।
এই জন্ম দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করেন লক্ষ্মীপুর বরাক বঙ্গের সম্পাদক কার্তিক রায়। এরপরই কবির জীবন দর্শনের উপর বক্তব্য রাখেন শম্পা দাস, অজন্তা দেব, শিল্প জিত পাল, ত্রিদিবেশ দাস, রণজিৎ দাস ও সাংবাদিক পুলক দাস প্রমুখ। বক্তব্য শেষে এক সঙ্গীত চক্রের আয়োজন করা হয়,এই চক্রে নজরুল গীতি পরিবেশন করেন পৌলমী রায়,রুপম দেব,রিহান দেব,দিয়া দাস, সমর দাস ও ত্রিদিবেশ দাস তাদের কে বাদ্য যন্ত্রে সহযোগিতা করেন নিতে রায়,রাজেশ তালুকদার ও নয়ন জ্যোতি রায়।