DIGITAL

December 5, 2023

APTCE 18538973148

জার ইলতলা ভিতর গঙ্গা পুর এলাকার পানীয় জলের ছবি,ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে

নিজস্ব সংবাদদাতা বড়খলা ২৮ শে জুন—- এবারের রেকর্ড ভাঙা বরাক উপত্যকার বন্যা বড়খলা বিধানসভা চক্রের বিস্তির্ণ অঞ্চল প্লাবিত করেছে। ফলে বড়খলা বিধানসভা চক্রের অন্যান্য স্থানের মতো জার ইলতলা গাঁও পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় বন্যার জল ঢুকে পড়ে ফলে প্রভুত ক্ষয় ক্ষতি হয়েছে প্রাণ হানি ও ঘটেছে।এই এলাকার ভিতর গঙ্গা পুর গ্রামে ও জল ঢুকেছে, বর্তমানে জল কমতে শুরু করতেই পানীয় জলের হাহাকার শুরু হয়েছে ।

এই গ্রামের পানীয় জলের একমাত্র ভরসা জন স্বাস্থ্য কারিগরি বিভাগের জল প্রকল্প। জেলা প্রশাসন কঠোরভাবে বন্যা প্লাবিত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে জন স্বাস্থ্য কারিগরি বিভাগ কে নির্দেশ প্রদান করেছেন।সেই মতো প্রতিটি জল সরবরাহ প্রকল্প বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হাতে নিয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় এই ভিতর গঙ্গা পুর গ্রামে যে জল সরবরাহ করা হচ্ছে তা পানের অযোগ্য।আজ এই এলাকার সমাজ সেবী রাজেন সিংহ বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ছবি সামাজিক মাধ্যমে  তুলে ধরে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন , তিনি এই প্রতিবেদক কে ও বাস্তব ছবি তুলে দেন। এখানে উল্লেখ্য যে এই এলাকার জল সরবরাহ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা পূর্বে ও অভিযোগ করেন। বর্তমান পরিস্থিতিতে বন্যা প্লাবিত এলাকা গুলোতে বিশুদ্ধ পানীয় জলের আবশ্যক বলে মনে করছেন সচেতন নাগরিক গন।