DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

রাজ্য সরকারের বিশেষ ঘোষণা, সংখ্যালঘু প্রমাণ পত্র প্রদান

নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি ২৯ শে মে—— মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিশেষ ঘোষণা সংখ্যালঘু প্রমাণ পত্র,আজ কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু প্রমাণ পত্র প্রদান করা হবে। এতদিন অনুসুচিত জাতি,অনুসুচিত উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া জাতির মানুষ দের অবিসি প্রমাণ পত্র প্রদান করা হতো। কিন্তু খৃষ্টান,পারসী,জৈন, বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলমানদের কোনো প্রমাণ পত্র দেওয়ার বিধান ছিলোনা ফলে সংখ্যালঘু প্রমাণ পত্র না থাকায় এই সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন।

এই সব সম্প্রদায়ের মানুষদের কল্যানে আজ রাজ্য কেবিনেটের বৈঠকে তাদের সংখ্যালঘু প্রমাণ পত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেন যে এখন থেকে এই পাঁচটি সম্প্রদায়ের মানুষ বিশেষ উপকৃত হবেন। আজকের এই সিদ্ধান্ত এক  মাইলস্টোন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন একাংশ সচেতন মহল।