DIGITAL

June 10, 2023

APTCE 18538973148

বিভিন্ন সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস পালন লক্ষ্মীপুরে,বের হয়েছে সজাগতা মিছিল

লক্ষ্মীপুর থেকে অসীম রায় ৫ই জুন—- সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে আজ লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন সামাজিক সংগঠন বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে।সবার একই আহ্বান গাছ লাগান প্রাণ বাঁচান , পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষ রোপন একান্ত প্রয়োজন। আজকের এই দিনে লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের দৃশ্য পরিলক্ষিত হয়েছে।আজ যেসব সংগঠন এই মহান দিবসে চারা রোপণ করেছে তাদের মধ্যে লক্ষ্মীপুর প্রেস ক্লাব, লায়ন্স ও লিও ক্লাব,চিরি পুল চৈরী বেতী ক্লাব, লক্ষ্মীপুর বেজ সংগঠন, লক্ষ্মীপুর পৌর সভা, ফুলের তল লোকনাথ মন্দির, ও নর্থ ইস্ট একাডেমি অন্যতম এছাড়া আরো অনেক জায়গায় এই দিবস পালন করা হয়েছে।

আজকের এই দিবস উপলক্ষে এক সজাগতা মিছিল বের করা হয় মিছিল টি নর্থ ইস্ট একাডেমি থেকে শুরু সমগ্র লক্ষ্মীপুর শহর পরিক্রমা করে ফুলের তল এসে শেষ হয়। আজকের এই অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর সভার সভাপতি মৃণাল কান্তি দাস,সহ সভাপতি রবীন্দ্র সিংহ, কমিশনার গুঞ্জন কর, শম্পা দাস, অজন্তা দেব,কল্যানী দত্ত, জয়শ্রী সিংহ অমিত দাস প্রমুখ।