DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযোগ বাধ্যতামূলক– বললেন লক্ষ্মীপুর মহকুমার খাদ্য ও সরবরাহ বিভাগের সুপারিনটেনডেন্ট

অসীম রায় লক্ষ্মীপুর ৬ ই জুন—- লক্ষ্মীপুর মহকুমার খাদ্য সুরক্ষার গ্রাহক দের বার বার জানানো সত্ত্বেও এখন পর্যন্ত অনেক গ্রাহক রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযোগ করেন , তাই লক্ষ্মীপুর মহকুমার খাদ্য সরবরাহ ও গ্রাহক বিষয়ক সুপারিনটেনডেন্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রাজ্য সরকার আধার কার্ড সংযোগ বিহিন রেশন কার্ডের গ্রাহকদের নাম কর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এন আর সি র জটিলতায় যারা আধার কার্ড পান নি তাদের নাম কর্তন করা হবে না।

এখানে উল্লেখ্য যে যদি কোনো বৈধ গ্রাহকের নাম ও কার্ড কর্তন বা বাতিল হয়ে থাকে তাহলে তারা আধার কার্ড সহ আবেদন করলে তা বিবেচনা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।