অসীম রায় লক্ষ্মীপুর ৯ই জুন—- উদার বন্দ বিধানসভা চক্রের জয়পুর এলাকার বাসিন্দা জনৈক প্রদীপ পাল বিগত ২০২০ ইংরেজীতে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু বরন করেন । সেই সময় উদার বন্দ বিধানসভা চক্রের বিধায়ক মিহির কান্তি সোমের কাছে এই পরিবারের তরফে ও স্থানীয় বিশিষ্ট জনেরা আর্থিক সহায়তা প্রদান করার জন্য জোরদার দাবি করেন, বিধায়ক মিহির কান্তি সোম ঘটনার যৌক্তিকতা বিবেচনা করে রাজ্য সরকারের কাছে প্রদীপ পালের পরিবার কে আর্থিক সাহায্য প্রদানের তদ্বির করেন।
অবশেষে রাজ্য সরকার বিধায়কের দাবি মেনে দুই লাখ টাকা আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন।আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্য সরকার কতৃক প্রদেয় দুই লাখ টাকার চেক অসহায় পরিবারের হাতে তুলে দেন সার্কেল অফিসার জনাথন ভাইপে ,এই সময় উপস্থিত ছিলেন অন্যান্য দের মধ্যে জেলা পরিষদ সদস্য বিজয়েতা মাহাতো, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পাপড়ী রানী দত্ত,৭ নং ওয়ার্ডের সদস্য সীমা সাহা, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জয়পুর মন্ডলের সাধারণ সম্পাদক শুভ্র জিত আচার্য ও সমাজ সেবী তথা শিক্ষক সঞ্জয় অধিকারী। বিধায়ক মিহির কান্তি সোমের একান্ত প্রচেষ্টায় এই আর্থিক সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা বিধায়ক ও রাজ্য সরকার কে ধন্যবাদ জানান।