DIGITAL

September 23, 2023

APTCE 18538973148

শিলচর রংপুর এলাকার অর্ধ সমাপ্ত বাঁধ নির্মাণের দাবি জানালো ডিওয়াইএফ

নিজস্ব সংবাদদাতা রংপুর ১০ ই জুন—– দীর্ঘদিন ধরেই অসমাপ্ত হয়ে পড়ে আছে শিলচর শহর সংলগ্ন রংপুর এলাকার বরাক নদীর বাঁধ।ফলে প্রতি বছর বন্যার জল এই এলাকায় ঢুকে পড়ে ব্যাপক ক্ষতিসাধন করে, এবার ও বাদ যায় নি।এই এলাকার মানুষ বারবার জল সম্পদ বিভাগের কাছে দাবি জানিয়ে ও কোনো সুফল পান নি।

আজ ভারতীয় গনতান্ত্রিক যুব ফেডারেশন ও স্থানীয় সাধারণ মানুষ যৌথ ভাবে কাছাড়ের জেলা শাসক ও জলসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান কে স্মারকলিপি প্রদান করে অতি শীঘ্র এই অসমাপ্ত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ,অন্যতায় সাধারণ মানুষ গনতান্ত্রিক ভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন এই এলাকার মানুষ।