DIGITAL

December 3, 2023

APTCE 18538973148

আজ ১৪৪ধারা জারি করা হয়েছে কাছাড় জেলায়

নিজস্ব সংবাদদাতা  ১২ ই জুন শিলচর—- জেলার বিভিন্ন স্থানে যেভাবে মিছিল বের হচ্ছে এই কদিনের মধ্যে তা নিয়ে প্রশাসনের দৃষ্টি গোচর হয়েছে,দেখা গেছে কোনো ধরনের অনুমতি না নিয়ে মিছিল বের করা হচ্ছে এসব থেকে যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ।তাই আজ জেলা প্রশাসন অগ্রিম সতর্কতা অবলম্বন করে ১৪৪ ধারা জারি করেছেন।এই সময়ে সব ধরণের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে সমগ্র কাছাড় জেলায়।