DIGITAL

December 3, 2023

APTCE 18538973148

বিদ্যালয় সংযোজন প্রক্রিয়া বন্ধ করার দাবি জানালেন অভিভাবক ও পরিচালনা কমিটি

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১৬ ই জুন—- লক্ষ্মীপুর ১১০ নং মডেল স্কুল কে লক্ষ্মীপুর আর্ল হাইয়ার সেকেন্ডারি স্কুলে সংযোজন করার সিদ্ধান্ত কে ১১০ নং মডেল স্কুলের পরিচালনা কমিটি ও অভিভাবকরা মেনে নিতে চাইছেন না। তাদের দাবি এই মডেল স্কুল লক্ষ্মীপুর শহরের প্রাচীন তম এক শিক্ষা প্রতিষ্ঠান,১৯২ বছরের এই স্কুলের নিজস্ব জমি ছাড়া ও ছাত্র ছাত্রী দের সংখ্যা অধিক এবং প্রতি বছরের স্কুলের ফলাফল ও সন্তোষজনক।

এই সংযোগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করার জন্য আজ দুপুর ১২ টায় এই স্কুলের পরিচালনা কমিটি ও অভিভাবকরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষা মন্ত্রী  রণোজ পেগু মহাশয়ের কাছে  পৃথক পৃথক ভাবে স্মারকলিপি লক্ষ্মীপুর মহকুমার মহকুমা শাসকের মাধ্যমে প্রেরণ করেন।এই স্মারকলিপির প্রতিলিপি লক্ষ্মীপুর বিধানসভার কর্মবীর বিধায়ক কৌশিক রাই মহাশয় ও শিক্ষা বিভাগের আধিকারিক দের প্রেরণ করা হয়।

স্মারকলিপি প্রদান কালে মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভানেত্রী সোনালী রায়,জ্যোতিরময় ঘোষ প্রমুখ ।