DIGITAL

September 15, 2023

APTCE 18538973148

প্লাবিত হলো লক্ষ্মীপুর শহরের বেশ কিছু এলাকা,জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১৮ ই জুন—- এই কদিনের ধারাসার বৃষ্টির ফলে লক্ষ্মীপুর শহরের ৪ নং ওয়ার্ডের শিলচর ইম্ফল ৩৭ নং জাতীয় সড়কের উপর দেড় থেকে দুই ফুট জল জমে গেছে প্রাণের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে লক্ষ্মীপুর ফুলের তল শিলচর সড়কের উপর জল বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৪ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় ভিটেবাড়ি জলমগ্ন হয়ে গেছে, এদিকে ধারাসার বর্ষনের ফলে শিলচর ইম্ফল ৩৭ নং জাতীয় সড়কে ধ্বস নেমেছে বলে জানা গেছে।জিরি ঘাট সংলগ্ন লবন খাল এলাকার জাতীয় সড়ক অর্ধেক ধসে পড়েছে,আজ রাতে বৃষ্টি হলে  জাতীয় সড়ক বলে কিছু থাকবে না বলে অনুমান করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসন নিরাপত্তার স্বার্থে এই জাতীয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন।