DIGITAL

June 9, 2023

APTCE 18538973148

শিলচর ইম্ফল জাতীয় সড়ক নিশ্চিহ্ন হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ।

অসীম রায় লক্ষ্মীপুর ১৯ শে জুন—- এক পক্ষ কাল আগের বন্যায় লক্ষ্মীপুর বিধানসভা চক্রে এমন কোনো ক্ষতিসাধন হয় নি, কিন্তু এই কদিনের ধারাসার বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় লক্ষ্মীপুর বিধানসভা চক্রে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে জানা গেছে।এই বন্যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জলের তলায় চলে গেছে তার মধ্যে অন্যতম হলো দেওয়ান হাইস্কুল, গোবিন্দ নগর এল,পি স্কুল সহ বেশ কিছু  শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে দেওয়ান চা বাগান ও লাবক চা বাগানের অনেক বসতবাড়ি জলের তলায় চলে গেছে।এইসব এলাকার মানুষ বিপাকে পড়ে গেছেন। প্রবল বেগে ধেয়ে আসা বন্যার জল পয়লা পুল সংলগ্ন কন্ঠা গ্রাম এলাকার শিলচর ইম্ফল জাতীয় সড়ক কে এপার ওপার করে দিয়েছে, ফলে এই জাতীয় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান এখন পর্যন্ত নূতন করে বিভিন্ন গ্রামে বন্যার জল ঢুকে পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের হাহাকার শুরু হয়েছে, কিন্তু এখনো সরকারের তরফে কোনো ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ করেন বন্যাক্রান্ত লোকজন ।