লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২১শে জুন –_— প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুর মহকুমার আবুল কালাম আজাদ মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গোবিন্দ পুর আলগা পুর পঞ্চায়েতের অধীন মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ মোট ৩০ জন ছাত্র ছাত্রী দের গতকাল এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়।
এখানে উল্লেখ্য যে এই আবুল কালাম আজাদ মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজাজুর রহমান লস্কর ওরফে মনা ডাক্তার বিগত বছরে অনুরূপ এক অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রী দের কে সংবর্ধনা প্রদান করেন।তিনি চাইছেন এই ধরনের সংবর্ধনা প্রদান করে কৃতি ছাত্র ছাত্রী দের আসাম পাবলিক সার্ভিস কমিশন ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো পরীক্ষা তে এই পঞ্চায়েত এলাকার ছাত্র ছাত্রী দের কে উৎসাহিত করা।তাই গতকাল সোমবার তাঁর ই উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বক্তা আবুল কালাম আজাদ মানব সেবা ফাউন্ডেশনের এই ধরনের অনুষ্ঠান কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আব্দুল শুক্কুর বড় ভূঁইয়া,এম,এ, জুনিয়র কলেজের অধ্যক্ষ মোরাদ আহমেদ লস্কর লস্কর, সংগঠনের সভাপতি মিজাজুর রহমান লস্কর,সমাজ সেবী রজত রায়, পল্লব সিং যাদব,এইচ,এম, মূর্তজা লস্কর, মাহমুদ হোসেন বড় ভূঁইয়া, প্রাক্তন শিক্ষক লিয়াকত আলী লস্কর,আমির উদ্দিন লস্কর প্রমূখ।