বিশেষ প্রতিবেদন ২৭ শে জুন শিলচর—- একদিকে যখন বরাক উপত্যকার মানুষ বন্যার জলে এক বিভিষিকা ময় জীবন যাপন করছেন ঠিক সেই সময় গ্রামীণ এলাকার মানুষ তাদের কাছে কাছে থাকা শেষ সম্বল খুচরা পয়সা লেনদেন করতে পারছেন না বলে জানিয়েছেন , তাদের অভিযোগ সরকার যে ত্রাণ সামগ্রী দিচ্ছে না এমন নয় কিন্তু এসবের পর ও বাড়তি কিছু সামগ্রী সবাইকে কিনতে হচ্ছে।
এই বাড়তি সামগ্রী কিনতে অসহায় মানুষ হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে, জনৈক দিন মজুর যুবক এই প্রতিবেদক কে জানিয়েছেন তাদের প্রত্যেকের হাতে এক টাকার দুই টাকার খুচরো পয়সা সহ দশ টাকার খুচরো পয়সা থাকা সত্ত্বেও কোনো প্রকার সামগ্রী কিনতে পারছেন না,কারন এই সব খুচরো পয়সা দোকান মালিক পক্ষ নিতে চাইছেন না। এখানে উল্লেখ্য যে এই সব খুচরো পয়সা আমাদের বরাক উপত্যকার শহর অঞ্চলে লেনদেন হয় না দীর্ঘদিন ধরেই,অটো রিক্সা থেকে শুরু করে সব দোকান মালিক এই সব খুচরো পয়সা দিয়ে লেনদেন করতে চান না। এমন কি ভিখিরি গন ও এই সব খুচরো পয়সা নিতে চাইছেন না,অন্যদিকে গৌহাটি মহানগরের ব্যবসায়ী গন সহ যানবাহন মালিক গন ও এই সব খুচরো পয়সা দিয়ে দিব্যি লেনদেন করছেন , কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের বরাক উপত্যকা তে এই সব খুচরো পয়সা দিয়ে লেনদেন করা যাচ্ছে না বিশেষ করে শহর এলাকায়। বর্তমান সঙ্কটের মুখে অসহায় মানুষ এই সব খুচরো পয়সা দিয়ে লেনদেন করতে পারছেন না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। এব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন অসহায় বন্যা প্লাবিত এলাকার মানুষ।