রেশন ডিলারের দূর্নীতির বিরুদ্ধে সরব হলেন পয়লা পুল এলাকার গ্রাহক গন

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৩০ শে জুন —– প্রলয়ঙ্করী বন্যার সময়ে ও রেশন ডিলার দূর্নীতির আশ্রয় গ্রহন করেছেন,এমনতর অভিযোগ লক্ষীপুর মহকুমার পয়লা পুল এলাকার এক রেশন ডিলারের বিরুদ্ধে। সূত্রে জানা গেছে পয়লা পুল এলাকার রাকেশ সিং নামের এক ডিলার দীর্ঘদিন ধরেই এই এলাকার প্রায় দেড় শতাধিক গ্রাহকদের প্রতারণা করে আসছেন। গ্রাহকদের অভিযোগ মাথা পিছু […]