DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ টাকা দিলেন লক্ষ্মীপুর পৌর সভার ওয়ার্ড কমিশনার গুঞ্জন কর

লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২ রা জুলাই —– গতকাল মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের শিলচর সফর কালে জেলা শাসকের কনফারেন্স হলে লক্ষ্মীপুর পৌর সভার ২ নং ওয়ার্ডের কমিশনার তথা লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কমিটির সম্পাদক গুঞ্জন কর মুখ্যমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিলে এক লাখ টাকার চেক নিজে তুলে দেন  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাতে।

এই সময় জেলা শাসকের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভার বিধায়ক কৌশিক রাই, সাংসদ ডা রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সোনাই বিধানসভা চক্রের বিধায়ক করিম উদ্দিন বড় ভূঁইয়া । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই দানকৃত এক লাখ টাকার চেক সাদরে গ্রহন করেন।