DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

বাণ পীড়িতদের খিচুড়ি বিতরণ করলো শ্রীহট্ট সম্মিলনী মুম্বাই, সহযোগিতায় শিলচর ক্রীড়া সংস্থা

নিজস্ব সংবাদদাতা শিলচর ৭ ই জুলাই —- অবশেষে শ্রীহট্ট সম্মিলনী মুম্বাই বরাক উপত্যকার বান পীড়িত মানুষদের সাহায্যে এগিয়ে এলো ।আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও শ্রীহট্ট সম্মিলনী মুম্বাইয়ের পৃষ্ঠপোষকতায় আনুমানিক ৩ হাজার বান পীড়িত মানুষদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয় জেলা ক্রীড়া সংস্থার গেটের সামনে।

আজকের এই আয়োজনে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এক লাখ টাকার আর্থিক সহায়তা করেছেন বলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুজন  দত্ত এই প্রতিবেদক কে জানিয়েছেন। আজকের এই খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সুজন দত্ত, সীমান্ত ভট্টাচার্য,অজয় চক্রবর্তী, চন্দন শর্মা, রমাকান্ত দেব, নিরঞ্জন দাস প্রমুখ। এখানে উল্লেখ্য যে উপস্থিত সবাইকে নিজ হাতে খিচুড়ি বিতরণ করতে দেখা গেছে।