নিউজ ডেস্ক বরাক নিউজ এক্সপ্রেস ১০ ই জুলাই শিলচর —– প্রলয়ঙ্করী বন্যার কবলে সমগ্র বরাক উপত্যকা, তথাপি এই পবিত্র উৎসব পালনে কোনো ধরনের খামতি নেই প্রতিটি মসজিদ ও ঈদ গা সুন্দর ও আকর্ষণীয় করে তোলা হয়েছে, ভোরের আলো ফুটতেই ধর্মপ্রাণ ইসলাম ধর্মীয় মানুষ আজকের এই পবিত্র দিন কে পালন করতে তৈরি হচ্ছেন।ছোট ছোট ছেলে মেয়ে নূতন কাপড় পরিধান করে উৎসবের আনন্দে মেতে উঠেছে পরিলক্ষিত হচ্ছে।
আজকের এই উৎসব সুন্দর ভাবে পালন করতে সবাই কে আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। আজকের এই পবিত্র দিনে বরাক নিউজ এক্সপ্রেস ইসলাম ধর্মীয় মানুষ কে জানায় পবিত্র ঈদের শুভেচ্ছা ও শুভকামনা।