DIGITAL

September 30, 2022

APTCE 18538973148

আবারও পরিধান করতে হবে মাস্ক, নূতন SOP কাছাড় জেলা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা শিলচর ১৪ ই জুলাই —- প্রলয়ঙ্করী বন্যার থাবা কাটতে না কাটতেই আবারও মহামারী করোনা র পদধ্বনি শুনতেই জেলা প্রশাসন কঠোরভাবে করোনা প্রতিরোধে গতকাল এক নূতন নীতি নির্দেশিকা জারি করলো।সেই আগের মতই জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। পূর্বের ন্যায় প্রাথমিকভাবে এই নীতি নির্দেশিকা জারি করা হয়েছে।

এই নূতন নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে জনসাধারণ কে আহ্বান জানানো হয়েছে।