DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ ঘোষণা, অরুণোদয় প্রকল্পের হিতাধিকারির বাড়িতে সাইনবোর্ড লাগানো হবে

নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি ২০ শে জুলাই —-একের পর এক পদক্ষেপ হাতে নিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ভারতের দ্বিতীয় যোগী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এভাবেই আজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অরুণোদয় প্রকল্পের বঞ্চিত সুবিধা প্রাপক গন। তাদের মতে যে উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল তা রীতিমত বুমেরাং হয়ে গেছে।দেখা গেছে স্বচ্ছল পরিবারের হিতাধিকারি দের হাতে এই প্রকল্পের অর্থ চলে গেছে, এমনটাই ও দেখা গেছে এক পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন।

এসবের বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে  সরকারের দৃষ্টি গোচর হয় এই প্রকল্পের বিষয়ে, সম্প্রতি মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অরুণোদয় প্রকল্পের বিষয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, বিচক্ষণ মূখ্যমন্ত্রী বলেছেন এখন থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারির বাড়িতে সাইনবোর্ড লাগানো হবে তাহলেই অনেকেই এই প্রকল্প ছেড়ে দিবেন আর তাদের জায়গায় প্রকৃত হিতাধিকারি চয়ন করা হবে। মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই ঘোষণা কে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। বিশিষ্ট জনেরা বলেছেন জব কার্ড নিয়ে ও ব্যাপক কারচুপি হয়েছে তাছাড়া ২০১১ ইং সালের আর্থ সামাজিক ও জাতিগত লোকগননা তালিকায় ব্যাপক হারে কারচুপি করা হয়েছে যার ফলে বিত্ত বান মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাচ্ছেন অন্যদিকে কুঁড়ে ঘরে যারা বাস করছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।তাই এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাননীয় মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।