নিজস্ব সংবাদদাতা কাঠিগড়া ২২ শে জুলাই —- অবশেষে কাঠিগড়া বিধানসভা এলাকার বান পীড়িত মানুষদের অসহায় জীবন যাপনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাজ্যের জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে ভারত বাংলাদেশ সীমান্তে পৌঁছে অকেজো স্লুইসগেট গুলি পরিদর্শন করেন। পরিদর্শন কালে স্থানীয় বাসিন্দারা জানান এই সব স্লুইসগেট অকেজো হয়ে পড়ায় কাঠিগড়া বিধানসভা এলাকার বিস্তির্ণ অঞ্চল আজ ও বিভীষিকাময় বন্যার কবলে।
এখানে উল্লেখ্য যে ব্রহ্ম পুত্র বোর্ডের অপরিকল্পিত হারাঙ ড্রেনেজ ব্যবস্থার জন্য এই এলাকা কৃত্রিম জলাশয়ের রুপ ধারণ করেছে। এখানে থাকা ফৈচকা ও বলেশ্বর স্লুইসগেট গেট সহ আরও চারটি গেইট অকেজো হয়ে পড়ায় বিস্তীর্ণ হাওর এলাকার জল বেরোতে পারেনি ফলে এক দুঃসময় জীবন যাপন করছেন এই এলাকার মানুষ। মন্ত্রী পীযুষ হাজারিকা পরিস্থিতি বিবেচনা করে এই সব অকেজো স্লুইসগেট গুলি শীঘ্রই মেরামতির নির্দেশ প্রদান করেন এবং এই সব গেইট মেরামতি করে জল সম্পদ বিভাগের অধীনে আনার জন্য বিভাগীয় আধিকারিক দের নির্দেশ প্রদান করেন। মন্ত্রীর এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন এই এলাকার মানুষ।