লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২২ শে জুলাই —- তিন দিনের বরাক সফরে এসে জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা আজ লক্ষ্মীপুর বিধানসভা চক্রের তিনটি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। মন্ত্রীর এই সফর কালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভার বিধায়ক কৌশিক রাই, বিধায়ক রাই প্রথমে মন্ত্রী কে নিয়ে সোজা চলে যান বাঁশ কান্দি এলাকার চিলি নদীর ভাঙ্গন স্থলে তার পর চলে যান শ্রীবার পঞ্চায়েত এলাকার রাজা গ্রামে, এরপরই সোজা চলে যান জিরি ঘাটে। এখানে পৌঁছে আসাম মনিপুর সীমান্তে জিরি নদীর সেতুর উপর দাঁড়িয়ে জিরি নদীর ভাঙ্গন পরিদর্শন করেন।
আগামী শুকনো মরশুমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী পীযুষ হাজারিকা। আজকের মন্ত্রীর সফর কালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভার বিধায়ক কৌশিক রাই, বিজেপি লক্ষ্মীপুর মন্ডল কমিটির সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর পৌর সভার সভাপতি মৃণাল কান্তি দাস, লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কমিটির সম্পাদক গুঞ্জন কর সহ জল সম্পদ বিভাগের আধিকারিক গন ।