নিজস্ব সংবাদদাতা শিলচর ২৭ শে জুলাই —- আগামীকাল দেশ ভক্ত তরুণ রাম ফুকনের প্রয়াণ দিবস।১৯৩৯ ইংরেজীর ২৮ শে জুলাই এই মহান স্বাধীনতা সংগ্রামী তরুণ রাম ফুকন মৃত্য বরন করেন। দেশের জন্য তাঁর আত্ম বলিদানের স্বীকৃতি হিসেবে এই মহান স্বাধীনতা সংগ্রামের সেনানী কে দেশ ভক্ত উপাধি তে ভূষিত করা হয়। আগামী কাল তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে আসাম সরকার এই প্রয়াণ দিবস কে দেশ ভক্তি দিবস হিসেবে পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে প্রয়াত মহান স্বাধীনতা সংগ্রামের সেনানী দেশ ভক্ত তরুণ রাম ফুকন কে শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই দিবস কে দেশ ভক্তি দিবস হিসেবে পালন করা হবে।