লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২৯ শে জুলাই —- লক্ষ্মীপুর মহকুমার ঐতিহ্য বাহী হাসপাতাল কে বিগত দিনের সরকারের আমল থেকে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন বৃহত্তর লক্ষ্মীপুর মহকুমার জনসাধারণ। কংগ্রেস আমলে ও এই দাবি পূরণ হয়নি, বিগত দিনের বিজেপি দলের সরকার ও এই হাসপাতাল কে উন্নীত করার চেষ্টা করে নি।
বর্তমান সরকারের আমলে এই লক্ষ্মীপুর বিধানসভার বিধায়ক কৌশিক রাই মহাশয়ের প্রচেষ্টায় এই হাসপাতাল কে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সিদ্ধান্ত নেওয়ার পর থেকে একটি গোষ্ঠী এই হাসপাতালের স্থান পরিবর্তন করতে উঠে পড়ে লেগেছে বলে জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক ।
তাদের ইচ্ছা এই হাসপাতাল পয়লা পুল এলাকায় নির্মাণ করা হোক এই মর্মে তারা তদ্বির শুরু করেছেন। এখানেই বাধ সাধে লক্ষ্মীপুর পৌর সভা এলাকার মানুষের। আজ লক্ষ্মীপুর পৌর সভার ৬ নং ওয়ার্ডের সদস্য অমিত দাস এই হাসপাতালের স্থান পরিবর্তন না করার জন্য একটি স্মারকলিপি মহকুমা শাসকের হাতে তুলে দিয়ে লক্ষ্মীপুর শহরের মানুষের ক্ষোভের কথা বলেন।