DIGITAL

September 15, 2023

APTCE 18538973148

আগামীকাল থেকে শুরু হবে মিশন ভূমি পুত্র —ঘোষনা মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি ৩১ শে জুলাই —- একের পর এক পদক্ষেপ গ্রহণ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভি লেখ সৃষ্টি করতে চলেছেন। এতদিন অনুসুচিত জাতি ও অনুসুচিত উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ জাতিগত প্রশংসা পত্র পেতে অনেক কাঠ খড় পোড়াতে হতো। সাধারণ মানুষ  অনেক হয়রানির সম্মুখীন হচ্ছেন । শুধুমাত্র একটি প্রশংসা পত্র পেতে জেলা শাসকের কার্যালয় থেকে রাজস্ব চক্রের কার্যালয়ে সাধারণ মানুষের চারদিন দৌড়ে পালাতে হতো, অনেক সময়ই কর্মীদের পাওয়া যেতো না ফলে যাদের একান্ত প্রয়োজন তারা সপ্তাহ ধরে অপেক্ষা করতেন বাকী গরীব মানুষ জাতিগত প্রশংসা পত্র পেতেন না।

এইসব সমস্যায় জেরবার আসামের ভূমি পুত্র অনুসুচিত জাতি ও অনুসুচিত উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদের কথা মাথায় রেখে মাননীয় মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চাইছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জাতিগত পরিচয় পত্র প্রদান করতে তাতে করে এইসব সম্প্রদায়ের ছাত্র ছাত্রী আর হয়রানির সম্মুখীন হবে না,যেমন কথা তেমন কাজ আগামীকাল ১লা আগষ্ট থেকে শুরু হবে মিশন ভূমি পুত্র প্রকল্প।

মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।