DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

থাইল্যান্ড থেকে ব্রোঞ্জ মেডেল নিয়ে ফিরলেন লক্ষ্মীপুর মহকুমার তনয়া প্রিয়া দেবী

লক্ষ্মীপুর থেকে অসীম রায় ৪ঠা আগষ্ট —- থাইল্যান্ডে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সেপাক ঠাকরো নামক খেলায় অংশ গ্রহণ করে ব্রোঞ্জ পদক পেলেন কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার এক তনয়া প্রিয়া দেবী।আজ লক্ষ্মীপুর এসে পৌঁছলে বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানান।