DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

পেনশন সেবা কেন্দ্র, মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত —অভিমত

নিজস্ব সংবাদদাতা শিলচর ৪ ঠা আগস্ট —- অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য এক সু খবর,এখন থেকে পেনশন সংক্রান্ত ব্যাপারে আর গৌহাটিতে বারবার দৌড়ঝাঁপ করতে হবে না। অনেক সময় দেখা গেছে অবসর গ্রহণ করার পর   সারা জীবনের সঞ্চিত পেনশনের টাকা পেতে গৌহাটিতে বারবার যেতে হতো তথাপি কোনো কাজ হতো না ফলে সেই সব কর্মচারীদের শেষ জীবনে অনেক কষ্ট করতে হতো।

এই সব বিষয়ে মাননীয় মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার জন্য রাজ্যের প্রতিটি জেলায় পেনশন সেবা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মতো আমাদের কাছাড় জেলায় ও আগামীকাল একটি পেনশন সেবা কেন্দ্র উদ্বোধন করা হবে। আনুষ্ঠানিক ভাবে এই সেবা কেন্দ্র উদ্বোধন করবেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিঙ্গল মহাশয়।এই সেবা কেন্দ্রের স্থান নির্ধারণ করা হয়েছে শিলচর ক্যাপিটেল পয়েন্ট সংলগ্ন স্কুল সমূহের উপ পরিদর্শক কার্যালয় প্রাঙ্গণে।এই সেবা কেন্দ্র চালু হলে পেনশন সংক্রান্ত ব্যাপারে অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক।