লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৫ ই আগস্ট — সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুর কংগ্রেস কমিটি আজ অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্না কার্য্য সুচি পালন করেছে। আজ সকাল ১১টায় বিন্না কান্দি ও বাঁশ কান্দি ব্লক কংগ্রেসের কর্মীদের নিয়ে লক্ষ্মীপুর কংগ্রেস কমিটির উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ধর্না প্রদর্শন করেন।তারা হাতে প্লে কার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।
তারপর একটি স্মারকলিপি মহকুমা শাসকের অনুপস্থিতিতে সার্কেল অফিসার জনাথন ভাইপে মহাশয়ের হাতে তুলে দেন। তাদের দাবি গুলিতে ছিল জ্বালানি তেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করতে হবে, ছাত্র ছাত্রী দের খাতা কলমের উপর থেকে জি এস টি প্রত্যাহার করতে হবে,বেকার দের চাকরি প্রদান করতে হবে। ধর্না চলাকালীন সময়ে লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহিবুর রহমান খান বলেন মোদী সরকারের প্রতারণা এখন জনসাধারণ বুঝতে পেরেছেন,কথায় কাজে মিল নেই। আজকের এই কার্য্য সুচিতে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিন্না কান্দি ব্লক কংগ্রেসের সভাপতি নিশিকান্ত গুপ্তা, বাঁশ কান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হোসেনুল হক, লক্ষ্মীপুর পৌর সভার ছয় নং ওয়ার্ডের কমিশনার অমিত দাস, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের প্রচার সম্পাদক বাপ্পা সেন, লক্ষ্মীপুর শহর কংগ্রেস কমিটির সভাপতি বিজন পাল সম্পাদক আব্দুল হোসেন লস্কর,আবেল রং মাই ও কিশোর রায় প্রমুখ ।