নিজস্ব সংবাদদাতা শিলচর ৫ ই আগস্ট —- স্বাধীন আসামের প্রথম মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী লোকপ্রিয় গোপীনাথ বর দলৈর প্রয়াণ দিবস কে জনকল্যাণ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এই মহান দিবসের অনুষ্ঠান সমগ্র রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত করা হবে।
রাজ্যের অন্যান্য জেলার সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায় ও আজ আনুষ্ঠানিক ভাবে এই দিবস পালন করা হবে।আজ এক অনুষ্ঠানে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিঙ্গল মহাশয় এই দিবসের সুচনা করবেন।