DIGITAL

December 5, 2023

APTCE 18538973148

শাল চাপড়া ব্লক কংগ্রেসের গৌরব মিছিল

নিজস্ব সংবাদদাতা বড়খলা ১১ই আগষ্ট —- সমগ্র দেশের তিরঙ্গা যাত্রার সাথে সঙ্গতি রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস ও স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে গৌরব যাত্রার আয়োজন করে গতকাল শাল চাপড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বিকেল বেলা এক বিরাট মিছিল শিলচর কালা ইন সড়কে বের হয়।

দেশাত্মবোধক গানের তালে পা মেলান কংগ্রেস কর্মী সহ স্থানীয় সুনাগরিক গন। মিছিলের মধ্য মনি ছিলেন বড়খলা বিধানসভা চক্রের মাননীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ শাল চাপড়া ব্লক কংগ্রেসের পদাধিকারী গন  পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য গন। এখানে উল্লেখ্য যে গতকালের মিছিলে প্রায় দুই শতাধিক মানুষ উৎফুল্লিত ভাবে প্রখর রোদ উপেক্ষা করে মিছিলে অংশ গ্রহণ করেন।