DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

লক্ষ্মীপুর বিধানসভার চিরি পুলে নূতন বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করলেন বিধায়ক কৌশিক রাই

লক্ষ্মীপুর থেকে অসীম রায় ১২ ই আগস্ট —- দীর্ঘদিনের এক দাবি আজ পূর্ণ হলো ,বিধায়ক কৌশিক রাই মহাশয় আজ আনুষ্ঠানিক ভাবে এই ৩৩/১১ কেভি লাইনের সাব স্টেশনের উদ্বোধন করেন। চিরি পুলের এই সাব স্টেশন থেকে লক্ষ্মীপুর, ফুলের তল,জিরি ঘাট পয়লা পুল সহ সংলগ্ন বৃহত্তর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। পূর্বে এই সব এলাকায় লাবক সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো,ফলে ল ভোল্টেজ সমস্যা লাগিয়ে থাকত, আজ লাবক সাব স্টেশন কে পৃথক্ করে দেওয়া হয়েছে।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর বিধানসভার মাননীয় বিধায়ক কৌশিক রাই মহাশয় বলেন মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তৎপরতায় এবং বিদ্যূত বিভাগের প্রচেষ্টায় আজ আসাম বিদ্যূত বিতরন বিভাগের অনেক উন্নতি হয়েছে লাভের মূখ দেখা যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিদ্যূত বিতরন বিভাগের বরাক উপত্যকার নির্দেশক নিত্য ভুষন দে,তিনি বলেন বিধায়ক কৌশিক রাই মহাশয়ের প্রচেষ্টায় এই সাব স্টেশন এখানে চালু হলো আজ । বছর দুয়েক আগে এই সাব স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে কিন্তু বিভিন্ন কারণে তা চালু করা সম্ভব হয়নি। বর্তমানে কর্মীদের অভাব থাকা সত্ত্বেও বিভাগীয় আধিকারিক গন এই সাব স্টেশন চালু করায় তাদের কে ধন্যবাদ জানান।এই সাব স্টেশন চালু করায় বৃহত্তর লক্ষ্মীপুর এলাকার মানুষ স্বস্তি ফিরে পেলেন বলে জানা গেছে।