অসীম রায় লক্ষ্মীপুর ১৩ ই আগস্ট — সারা দেশের সাথে সঙ্গতি রেখে আজ লক্ষ্মীপুর আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা গন ভারতের স্বাধীনতার দিবসের ৭৫ তম পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য তিরঙ্গা মিছিলে পথে নামলেন। বন্দেমাতরম ধ্বনি সহ হাতে জাতীয় পতাকা নিয়ে মূখরিত করে তুলেন লক্ষ্মীপুর পৌর এলাকা।
আজকের এই তিরঙ্গা মিছিলে ছাত্র ছাত্রী দের সাথে অংশ গ্রহণ করেন স্কুলের অধ্যক্ষ অঞ্জন কান্তি নাথ, শিক্ষক সৌম্য জিত চক্রবর্তী, সুবীর অধিকারী,নিরুপম মহন্ত, বিপাশা দাস,অনু শ্রী ভট্টাচার্য বিনয়া শর্মা, ববিতা সিংহ প্রমূখ। দল