DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

আল মানর ন্যাশন্যাল একাডেমির স্বাধীনতা দিবসের বিশাল তিরঙ্গা মিছিল

কালাইন থেকে আবু সাঈদের প্রতিবেদন ১৫ ই আগস্ট — সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে কাঠিগড়া বিধানসভা এলাকার বিহাড়া ষষ্ঠ খণ্ডের আল মানর ন্যাশন্যাল একাডেমি আজ যথাযোগ্য মর্যাদায় ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস পালন  করেছে।এই উপলক্ষে আজ সকাল ৮-৩০ মিনিটে একাডেমি চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন একাডেমির অধ্যক্ষ মাননীয় ইকবাল খান মহাশয়।

এরপরই একাডেমির ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা গনের উপস্থিতিতে আজকের এই ঐতিহাসিক দিনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন একাডেমী প্রধান । এখানে উল্লেখ্য যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই এলাকার বিশিষ্ট নাগরিকরা।তারপর  একাডেমির ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা গন হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলান,এই মিছিলে ও স্থানীয় বাসিন্দারা অংশ গ্রহণ করেন, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা পরিক্রমা করে এই ঐতিহাসিক মিছিল পুনরায় একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।

আজকের এই তিরঙ্গা মিছিলে প্রায় দুই শতাধিক মানুষ উৎফুল্লিত হয়ে স্বাধীনতা দিবস জিন্দাবাদ ধ্বনি তে সমগ্র এলাকা কে মূখরিত করে তুলেন।